গাজীপুরে বাংলালিংকের এস আর কে খপ্পরে ফালিয়ে ৫১ হাজার ৪০০ টাকা নিয়ে গেল সক্রিয় মলম পার্টি, পরে স্থানীয়দের মাধ্যমে ভিকটিমের বাবা মা কি খবর দেয়, তার বাবা-মা এসে তাকে উদ্ধার করে, পরে তার বাবা, জানান প্রতিদিনের মত, সে বাসা থেকে বের হয়েছে এজেন্টের কাছ থেকে বিকাশের টাকা নেওয়ার জন্য, আমি তার সাথে লাস্ট দুপুর দুইটার সময় ফোনে কথা বলি, তখন সে বলতেছে সে গাজীপুরের বাইপাসে আছে এরপর থেকে তার ফোন বন্ধ দেখায়, আমি বাংলালিংকের অফিসে ও তার বন্ধু-বান্ধবের সাথে যোগাযোগ করি, রাসেল সেখানে গিয়েছে নাকি, সবাই বলতেছে আসে নাই পরের দিন ফোন আসে গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তায় একটি জঙ্গল থেকে, স্থানীয়রা তাকে উদ্ধার করে, স্থানীয় গ্যারেজ মিস্ত্রি, আলতাফ হোসেন জানান, লোকটি হাইওয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে আসছে আর বার বার পড়ে যাচ্ছে, এক পর্যায়ে আমরা সবাই লোকটিকে ধরে আমাদের মার্কেটে এনে মাথায় পানি দেই ও তেঁতুলের টক হওয়াই, কিছুটা সুস্থ হওয়ার পর, তাকে জিজ্ঞেস করি, বাড়ি কোথায় ও কি কি নিয়ে গেছে, পরে বলতেছে ৫১ হাজার ৪০০ টাকা, দুইটি মোবাইল, ১১০ টি সিম ও দুইটি ডিভাইস নিয়ে জঙ্গলে ফেলে রেখে যায় মলম পার্টি, ভিকটিম রাসেল হোসেন বাংলালিংকের টঙ্গী সেনা কল্যাণ ব্রোঞ্জের অধীনে আছে, তার আইডি কার্ড ৭৭ নাম্বার।
সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন