বাঁশখালীর পুইছড়ির জঙ্গল নাপোড়ায় ট্রাক চাপায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) বিকালে ট্রাক চাপায় মারা যাওয়া ইমতিয়াছ মোহাম্মদ আদিল (১১) জঙ্গল নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছর পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল। সে পুইছড়ির ইউনিয়নের ৭নং ওয়ার্ড়ের জঙ্গল নাপোড়ায় এলাকার শওকত আলীর পুত্র।
জানা যায়, স্কুল থেকে বাড়ি ফেরার পথে সোমবার বিকালে জঙ্গল নাপোড়ায় সড়কে ইট বহনকারী ট্রাক তাকে চাপা দেয়।
পুঁইছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড়ের ইউপি সদস্য খলিলুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় তাকে বাঁশখালী হাসপাতালে আনা হলে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার স্বজনরা তাকে বাড়ি নিয়ে যায়।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ‘স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা কেউ আমাকে অবহিত করেনি। প্রকৃত ঘটনার ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।’
জানা যায়, নিহত স্কুল ছাত্রটি শওকত আলীর ১ পুত্র ও ১ কন্যার মধ্যে কনিষ্ঠ সন্তান।