বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বরগুনায় পুলিশ অফিসার্স মেস ভবনের উদ্বোধন করছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে বরগুনা থানা সংলগ্ন নব নির্মিত পুলিশ অফিসার্স মেস ভবনের উদ্বোধন করেন তিনি।
বরগুনা জেলা পুলিশের বার্ষিক সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও জঙ্গীবাদ বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি মঙ্গলবার দুপুরে তিনি বরগুনায় এসেছেন। বেলা তিনটার সময়ে প্রধান অতিথি হিসেবে তিনি বরগুনা জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন। সন্ধ্যায় হবে জঙ্গীবাদ বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ অতিথি হিসেবে তার সাথে রয়েছেন, বরিশালের ডিআইজি মো. শফিকুল ইসলাম। সভাপতিত্ব করছেন, বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন-পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন- মাদক শুধু কোন ব্যক্তিকে নয় পরিবার সমাজ এবং দেশকে ধ্বংস করছে। তাই সমাজ এবং আগামী প্রজন্মকে বাঁচাতে দেশকে মাদক মুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ পুলিশও জিরোটরালেন্স ঘোষণা দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।