বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের উদ্যোগে পৌর এলাকার মসজিদে জুমার মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) পৌর এলাকার ৪০টি মসজিদে ১২ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন,পৌর এলাকার গরীব মেহনতি মানুষদের অনেকেই এ ভাইরাস ও প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে জানেন না। তাই তাদেরকে বিষয়টি জানাতে আমরা এ উদ্যোগ নিয়েছি। এটি আমাদের অব্যাহত থাকবে। এসময় তিনি সরকারের পাশাপশি অন্যান্যদেরকেও করোনা প্রতিরোধে সামাজিক ও সচেতনমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহবান জানান।