English|Bangla আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, রবিবার রাত ১০:০১
শিরোনাম
প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়ে কাজীর সংবাদ সম্মেলনচরফ্যাশন পৌর সভায় আওয়ামীলীগের জয়বান্দরবানে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধারআবারও খানসামায় দ্রুতগামী মটরসাইকেল-নসিমন সংঘর্ষে যুবক নিহত।মোছাঃ মাহমুদা ইসলাম সেফালী প্রাইসমানি ফুটবল টুর্নামেন্টে ২০২১ শুভ উদ্বোধনচিলমারীতে বিএনপির সংবাদ সম্মেলনশেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে ….নওগাঁয় তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদবাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বাবু ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সৌজন্যে প্রদত্ত শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিতঘাটাইলে সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীসাংবাদিক বোরহানউদ্দিন মোজাক্কির কে হত্যার প্রতিবাদে মানববন্ধন পালিত

ফুলবাড়ীতে (জম্স) মডিউল বিষয়ক ৪ দিন ব্যাপি শিক্ষকগণের প্রশিক্ষণ (২য় পর্যায়) শুরু

মাহফুজার রহমান মাহফুজ ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

নারীর ভবিষ্যৎ করতে জয় শিশু বিয়ে আর নয়”- এই শ্লোগানে বাল্যবিবাহ জেন্ডার ইক্যুইটি মুভমেন্ড মডিউল বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ সভা সোমবার সকাল ৯ টায় ফুলবাড়ী গ্রান্ড হোটেল হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়ন বিন্ডিং বেটার ফিউচার গাল্স (বিবিএফজি) প্রকল্পের শিক্ষক প্রশিক্ষণ সভার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।

উপস্হিত ছিলেন ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন। আরাে উপস্থিত ছিলেন বিবিএফজি প্রকল্পের সমন্বয় মোঃ আব্দুল্লাহ আল মামুন, আরডিআরএস বাংলাদেশ-এর ঝরনা বেগম, উপজেলা বিবিএফজি প্রজেক্ট এর সমন্বয়ক ফুলবাড়ী, কুড়িগ্রাম, টেকনিক্যাল অফিসার সাইদুল ইসলাম, হাফ্সা বেগম এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহাবুব হাসান সরকার লিটু প্রমুখ।

বক্তব্যে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী, রাজারহাট উপজেলায় এই কর্মসূচী চলমান রয়েছে। বাকী ৭টি উপজেলায় এই কর্মসূচী দেওয়া হলে কুড়িগ্রাম জেলাকে বাল্যবিবাহ জেন্ডার ইক্যুাইটি মুভমন্ড (জম্স) মডিউল বাস্তবায়ন করা শতভাগ সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো