ফুলবাড়ীতে আসন্ন ইউপি নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা
মাহফুজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে রাত পর্যন্ত তীব্র ঠাণ্ডা কে উপেক্ষা করে প্রতিটি ইউনিয়নে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীগন। উপজেলার অধিকাংশ চায়ের দোকানে, বাসা – বাড়ীর দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে রং-বেরঙের নির্বাচনী পোস্টার। চায়ের কাপে চুমুক দেওয়ার সাথে সাথেই আলোচনা-সমালোচনা চলছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে।আলোচনা কিংবা সমালোচনা যাই হোক প্রার্থীরাও থেমে নেই।শীতের কনকনে ঠান্ডা কে উপেক্ষা করে তারাও ভোটারদের সাথে মতবিনিময় করছেন, ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। নির্বাচনকে ঘিরে নিয়মিত বসেছে উঠান বৈঠক, মতবিনিময় সভা, কর্মীসভা। অনেকেই আবার শীতবস্ত্র বিতরণ, ক্রীড়া প্রতিযোগিতা সহ সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা।
১২ জানুয়ারি মঙ্গলবার রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সলিমুল্লাহ সেলিমকে নির্বাচনী মতবিনিময় সভা করতে দেখা গেছে। তার মতবিনিময় সভায় ওয়ার্ডটির বিভিন্ন প্রান্তথেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সকলের ভোট ও সহযোগিতা কামনা করে সলিমুল্লাহ সেলিম বলেন,আমি নির্বাচিত হলে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে 8 নং ওয়ার্ডকে আলোকিত ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। সভায় আরো বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, মানিক বকসী,আব্দুর রাজ্জাকসহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফুজ
০১৭৭৪৫৭৮৪৭৪
তারিখঃ১৩-১-২০২১