ময়মনসিংহের ফুলপুর থানার পূর্ব বাখাই গ্রাম থেকে গত ২২ শে ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯ টা ৩০ মিনিটে জেঠাতো কাকাতো চাইর বোন কলেজে কোচিং করার কথা বলে বাড়ি থেকে বের হয়।
তারা বাড়িতে ফিরে না এলে বাবা-মা আত্মীয় সজনের বাড়িতে খোঁজাখুঁজি করে। পরিবারের দাবী অজ্ঞাত কারনে তারা রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথায়ও মেয়েদের সন্ধান পায়নী। গত ২৪ শে ফেব্রুয়ারি সোমবার অভিভাবক মিজানুর রহমান সাধারণ ডায়েরি করেন ফুলপুর থানায় ডায়েরি নং ৯৬১।
নিজামুদ্দিন সাধারণ ডায়েরি নং ৯৬০।
ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী নিখোঁজ চার কন্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
ফুলপুর পূর্ব বাখাই গ্রাম থেকে ৪ নারী নিখোঁজের সংবাদ পেয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ অহমার উজ্জামান এর নির্দেশে তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জয়িতা শিল্পী, ফুলপুর সার্কেলের সিনিয়র এএসপি দীপক চন্দ্র মজুমদার, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, ময়মনসিংহ জেলা বিশেষ গোয়েন্দা শাখা (ডিবি)র ওসি শাহ কামাল আকন্দ ফুলপুর থানার ওসি তদন্ত মাজহারুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন।
নিখোঁজ নারীদের মধ্যে
আফসানা খাতুন (২১) পিতা মিজানুর রহমান ফুলপুর ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী, সুমাইয়া খাতুন (১৩) বাট্টা কওমি মাদ্রাসার ছাত্রী, সানজিদা খাতুন (১৯) পিতা তাজুল ইসলাম ও মিফতাহুল জান্নাত ইশাত (২০) পিতা নিজামুদ্দিন।
অভিভাবকরা বলেন মিফতাহুল জান্নাত এর ছোট ভাই পিয়াস ঘটনার দিন আনুমানিক সকাল ১১ টার সময় সরচাপুর বাস স্টেশনে তাদের চারজন কে মাহেন্দ্র গাড়িতে উঠতে দেখেন এরপর থেকে তাদের আর কোন সন্ধান মেলেনি।
জেলা গোয়েন্দা পুলিশ ও ফুলপুর থানার পুলিশ তাদের উদ্ধারে চেস্টা চালিয়ে যাচ্ছে।