English|Bangla আজ ২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার রাত ৩:৪৯
শিরোনাম
সচেতনতা বার্তা নিয়ে পায়ে হেঁটে ৭০ কিঃমিঃ পথ পাড়ি দিল নোবিপ্রবি শিক্ষার্থী রিয়াদ!ফরদাবাদ ইউপি নির্বাচন: আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ইয়াকুব মাস্টারকুড়িগ্রামে কেমিস্টস্ সমাবেশ ও পরিচিতি সভাআত্রাইয়ে ফসলি জমিতে পুকুর খনন, খনন বন্ধে অভিযোগ: প্রশাসন নিরবগোবিন্দগঞ্জে অটোভ্যান চালক হামিদুল হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতার-৩পলাশবাড়ীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতগংগাচড়ায় পিপিআর রোগ নির্মূলে বিনামুল্যে টিকা প্রদানের উদ্ধোধনআলোচিত সেই শিশু রফিকুলের দায়িত্ব নিলেন ইউপি চেয়ারম্যান হাসানঠাকুরগাঁওয়ে রুহিয়ায় দুই রাস্তার বেহাল দশাকুলিয়ারচরে প্রবীন আ. লীগ নেতা রমিজ উদ্দিন ভূইয়া আর নেই

প্রথম পেসার হিসেবে এলিট ক্লাবে অ্যান্ডারসন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃহস্পতিবার সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে নেমেই এলিট ক্লাবের সদস্য হলেন ইংল্যান্ডের ডান-হাতি পেসার জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের দ্বিতীয় ও বিশ্বের নবম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন এন্ডারসন। তবে বিশ্বের প্রথম পেস বোলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এর আগে আটজন খেলোয়াড় ১৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছিলেন। তাদের মধ্যে কেউই পেস বোলার ছিলেন না।

বিশ্বের মধ্যে ১৫০ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছেন ভারতের শচীন টেন্ডুলকার (২০০টি), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৬৮টি)-স্টিভ ওয়াহ (১৬৮টি), দক্ষিণ আফ্রিকা জক ক্যালিস (১৬৬টি), ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ন চন্দরপল (১৬৪টি), অ্যালিষ্টার কুক (১৬১) এবং অ্যালান বোর্ডার (১৫৬টি)।

ইংল্যান্ডের হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে টেস্টে ১৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছিলেন সাবেক অধিনায়ক ও খেলোয়াড় অ্যালিস্টার কুক। অবসর নেয়ার আগে ১৬১ ম্যাচে ১২৪৭২ রান করেছেন তিনি। তাই কুকের পর ইংল্যান্ডের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১৫০তম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করলেন অ্যান্ডারসন। আজকের ম্যাচের আগে অ্যান্ডারসনের টেস্ট পরিসংখ্যান- ১৪৯ ম্যাচে ৫৭৫ উইকেট। এছাড়াও জাতীয় দলের হয়ে ১৯৪টি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন অ্যান্ডারসন।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো