দিনাজপুর জেলাধীন চিরিরবন্দর উপজেলার নওখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রেজাউল ইসলামের বিরুদ্ধে ঐ বিদ্যালয়ের দপ্তরি আবু সৈয়দ শাহীনকে শারিরীক লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। দপ্তরিকে লাঞ্চনার প্রতিবাদে ও দোষী ব্যাক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয় দপ্তরি কাম প্রহরী সংগঠন উপজেলা শাখা।
১৬ ফেব্রুয়ারি ২০২০খ্রীঃ রোজ রবিবার দুপুর ১ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। মানববন্ধনে বক্তারা, দপ্তরি আবু সৈয়দ শাহীনকে লাঞ্ছিত করা ঐ সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
গত ১৪ ফেব্রুয়ারি ২০২০খ্রীঃ নওখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসছে মুজিববর্ষ ২০২০খ্রীঃ উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের লক্ষ্যে ভিত্তি প্রস্তর স্থাপনের সময় বিদ্যালয়ের সভাপতি মোঃ রেজাউল ইসলাম ও তার লোকজন শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপনে বাঁধা প্রদান করেন।
এ সময় দপ্তরি আবু সৈয়দের সাথে সভাপতির কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সভাপতিসহ তার সাথে থাকা লোকজন দপ্তরিকে মারধর করে জখম করে। পরে দপ্তরি সভাপতির বিরুদ্ধে চিরিরবন্দর থানায় একটি অভিযোগ দাখিল করে।