English|Bangla আজ ১৫ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার বিকাল ৫:৫৪
শিরোনাম
নাব্যতা সংকটের কারণে গাইবান্ধায় নৌ-চলাচল ব্যাহতসাপাহারে হতে সকলের অশ্রুসিক্ত ভালোবাসা নিয়ে বিদায় নিলেন কল্যাণ চৌধুরীরংপুর জেলা আ’লীগ নেতা ওয়াজেদুল ইসলামের মাতা আর নেইফুলপুর শুভসংঘের নয়া কমিটির যাত্রা শুরু, আশরাফ সভাপতি, পান্না সাধারণ সম্পাদকনরসিংদীতে ঢিলেঢালা লকডাউনচিরিরবন্দরে নির্দেশ অমান্য করে দোকান খোলায় ১০ প্রতিষ্ঠানকে জরিমানাফেসবুক গ্রুপ প্রিয় খানসামা’র উদ্যোগে গরীব পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরুপহেলা বৈশাখ উপলক্ষে সাপাহারে রোগীদের মাঝে উন্নত খাবার পরিবেশনকরোনা কি পৃথিবীতে দুর্ভিক্ষের হাতছানি দিচ্ছে?ইউএনও-এসিল্যান্ডের নজরদারী- নান্দাইলে কঠোরভাবে লকডাউন পালন

পৌর সভা যুবলীগের ১নং সদস্য হলেন মো:শাহআলম

সৈয়দ আক্কাস উদদীন

সাতকানিয়া উপজেলার আওতাধীন পৌরসভা যুবলীগের কমিটি অনুমোদন দিলেন,
উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক, সাইদুর রহমান দুলাল যুগ্নআহবায়ক আ ন সেলিম চৌ:
এবং যুগ্ন আহবায়ক হারেজ মোহাম্মদ।

তাদের সাক্ষরে অনুমোদিত কমিটিতে ১নং সদস্য হিসেবে পদে স্থান পেলেন,
সাবেক তুখোঁড় ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী পরিচ্ছন্ন ব্যক্তিত্ব চাদনী চক শপিং কমপ্লেক্স এর বৃত্তর কর্মচারী সমিতির প্রধান উপদেষ্টা জনাব মো:শাহআলম
কে ১নং সদস্য পদে আসীন করা হয়েছে

মুঠোফোনে সে প্রতিবেদক কে বলেন, তার উপর অর্পিত দায়িত্বের জন্য, সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ এবং সাংসদের সহধর্মীনি, এবং দুলাল সেলিম হারেজ পরিষদকে ধন্যবাদ জানান।

এবং পাশাপাশি অর্পিত দায়িত্ব যথাযথ পালন করে যুবলীগকে আরো সুসংগঠিত করবেন বলে ও তিনি জানান।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো