“”পুরুষ””
খাদিজাতুল কোবরা সুমি
মোঃ হুমায়ুন কবির স্টাফ রিপোর্টার:
এই পুরুষ ,তোমরা কেন এখনো আদিম যুগের মতো আচরণ করছো?কেন মনে করছো নারীদের শুধু ভোগ্যপণ্য।
এই পুরুষ ,তোমরা কি কোন নারীর গর্ভে জন্ম লাভ করোনি?
মাতৃদুগ্ধ পান করে কি তুমি বেড়ে উঠোনি।
এই পুরুষ ,তবে কেন আজও নারীর প্রতি এতটা অসম্মান ও অমর্যাদা?এই সভ্য যুগে আজো কেন নারীরা তোমাদের ভয়ে ভীত থাকবে।
এই পুরুষ ,আমরা কেন ধর্ষিত হব প্রতিমুহূর্তে ?তোমাদের চোখ, কথা, অঙ্গ দ্বারা বলতে পার।
এই পুরুষ ,আমরা কি প্রতিমুহূর্তে শুধু নিরাপত্তাহীনতায় ভুগবো?তোমরা কবে আমাদের মেয়ে মানুষ না ভেবে শুধু মানুষ ভাবতে শিখবে।
এই পুরুষ ,ভয় করো সৃষ্টিকর্তাকে যার কাছে আমাদের ফিরে যেতে হবে।