দিনাজপুরের পার্বতীপুরে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পার্বতীপুরে রেলওয়ে থানা পুলিশ। ১ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৮টা ৪০মিনিটে পার্বতীপুরে শহরের রেলওয়ে সাহেবপাড়া থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ শহরের সাহেবপাড়া এলাকা থেকে ১২লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ মাদক ব্যবসায়ী শফী (৫৭) কে হাতে নাতে গ্রেফতার করেছে।
সে পার্বতীপুর পৌর শহরের ধুপিপাড়া মহল্লা’র মৃত শুকুর মিয়ার পুত্র। এব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।