পাঠকদের হাতে : রংপুরের গংগাচড়ার মেয়ে মনিকা জাহান গত মঙ্গলবার দুপুরে সে তার সহপাঠী ও এলাকায় বিনামূল্যে তুলে দিলেন তার লেখা প্রতিশ্রুতি বইটি
অনেক আগে থেকে তিনি একটি উপন্যাস লিখবেন বলে প্রত্যয় ছিল তার, তবে অযত্ন আর অবহেলায় চাপা পড়ে থাকে তার এ ইচ্ছে অনেকদিন।
লেখকের নাম মনিকা জাহান চৌধুরী ডাক নাম কুইন ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল বাবা মায়ের পরিচয়ে নয়,তিনি বাচবেন বাবা মায়ের পরিচয় হয়ে, গড়ে তুলবেন আত্মপরিচয়।
তার এ চিন্তাধারা সত্যিই প্রশংসনীয়। তিনি তার গ্রাম,স্কুল,কলেজ ও পরিবার পরিজনের গর্ব। মনিকা জাহান একজন সেচ্ছাসেবী তরুণী,তার অসাধারণ প্রতিভার বিকাশ ঘটেছে তার লেখা প্রথম উপন্যাস “প্রতিশ্রুতি ” এর মাধ্যমে উপন্যাসটি প্রকাশিত হয়েছে ঘাসফুল প্রকাশনী ঢাকা থেকে প্রকাশক মাহাদী আনামের সহযোগীতায়।প্রচ্ছদ করেছেন শামীম আরেফিন।
প্রতিশ্রুতি উপন্যাসটির মূল চরিত্র নিলিমা
সে একজন এতিম নিঃসঙ্গ নারী,তার জীবন জুড়ে সময়ের সাথে সাথে নেমে আসে হাহাকার সময় কেড়ে নেয় সবকিছু,সে হারায় বাবা-মা আপনজন বন্ধু-বান্ধবীকে অথচ সকলেই ছেড়ে না যাবার প্রতিশ্রুতি দিয়েছিল।
উপন্যাসের আর একটি চরিত্র ওর বড় আপার মেয়ে অপর্না
নিলিমার কাছে সে ছোট্ট আদুরে অপু ঘিরেই তার জীবন আলোকিত হয়।অজস্র অপ্রাপ্তির পর দেখা মেলে প্রাপ্তির।একটা সময় কর্মজীবনের জন্য অপুকে ছেড়ে তাকে তার কর্মস্থলে ফিরে যেতে হয়
আবার নায়িকা অপ্রাপ্তিতে তলিয়ে যায়। কিন্তু অপু তার খালামনিকে একদিন সবকিছু ফিরিয়ে দেয়।
তবুও সময় শুন্যতা থাকে,এমনই এক পাওয়া না পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি দুঃখ আনন্দের চলমান প্রক্রিয়া নিয়ে উপন্যাসটি তৈরি হয়েছে।যা বইয়ের শুরু থেকে শেষ অব্ধি পাঠকদের মনে উত্থান পতনের ঘোর সৃষ্টি করবে।তিনি তার প্রথম বইটি তার আব্বা আম্মা ও বোনদেরকে উৎসর্গ করেছেন ভালোবাসার নিদর্শন হিসেবে।
মনিকা জানান একুশে বই মেলায় আর ই এল ৪৬৩ নং স্টলে তার বইটি পাওয়া যাচ্ছে।তিনি আরও জানান সবার দোয়া পেলে সামনে আরো ভালো ভালো বই পাঠকদের উপহার দিবেন