পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আল কাদরি কিবরিয়া সবুজ (গাইবান্ধা) প্রতিনিধি ||
গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলা পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজনে মুজিববর্ষ- ২০২০ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৯ জানুয়ারি বুধবার সকাল ১০টায় অত্র বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ মেজবাউল হোসেন উপজেলা নির্বাহী অফিসার পলাশবাড়ী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একে এম আব্দুস সালাম শিক্ষা অফিসার (ভারঃ) পলাশবাড়ী উপজেলা। আরও বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ফুয়ারা আবেদীন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, মোঃ মতিয়ার রহমান সদস্য, পিটিএ। শেষে সংঙ্গীত একাডেমি ফেস দ্যা মিউজিকের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।