পলাশবাড়ী পৌরসভা নির্বাচন নৌকার মাঝি আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি
: নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে নৌকার মাঝি হলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর প্রশাসক আবু বকর প্রধান। ১৩ নভেম্বর শুক্রবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শেষে মেয়র পদে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর প্রশাসক আবু বকর প্রধানের নাম চুড়ান্ত তালিকায় প্রকাশ করা হয়েছে। মনোনয়ন প্রাপ্তিতে আবু বকর প্রধান দেশরত্ম জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধিসহ মনোনয়ন বোর্ডের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পৌরসভা নির্বাচনে ভোটাররা নৌকা মার্কাকে বিপুল ভোটে জয়ী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে আবু বকর প্রধান ছাড়াও অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা হলেন- উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, শ্রমিক নেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, শহিদুল ইসলাম বাদশা, জাহাঙ্গীর আলম বাবু ও আব্দুল্যাহেল কাফি মন্ডল।