পলাশবাড়ীর বরিশাল ইউনিয়নে দুস্থ-অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
আল কাদরী কিবরীয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি:
বিগত অন্যান্য বছরের শীত মৌসুমের ন্যায় এবারও চলতি যবুথবু শীতের প্রকোপে আক্রান্ত সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সাউথ ইস্ট ব্যাংক ও এন সি সি ব্যাংক লিমিটেডের সৌজন্যে ও মুসলিম শিশু পল্লীর প্রতিষ্ঠাতা ও গাইবান্ধা জেলা আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য মাজেদার রহমান (দুলু)।
১১জানুয়ারী শনিবার সকাল হতে দিনভর ৪নং বরিশাল ইউনিয়নের বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজ মাঠে বরিশাল ইউপির চেয়ারম্যান আলহাজ্ব আঃ মান্নান সরকার’র সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩১-গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) নির্বাচনী আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ দলীয় সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশি মাজেদার রহমান (দুলু)।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সমাজের সুবিধা বঞ্চিতদের সহায়তায় সবসময় পাশে থাকবেন। এসময় আওয়ামীলীগ সভা নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য সকলের নিকট দো’আ কামনা করেন তিনি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ এ.কে.এম. আব্দুর নুর, পলাশবাড়ী উপজেলা শাখা কৃষকলীগ যুগ্ম আহবায়ক হামিদুল হক মন্ডল, ৪নং বরিশাল ইউনিয়ন শাখার আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্রভাষক শামিম মিয়া, ৪নং বরিশাল ইউনিয়ন’র সাবেক চেয়ারম্যান গোপাল গোবিন্দ তালুকদার, পরিচালক রেখা-রানী কিন্ডারগার্টেন স্কুল বাপ্পি তালুকদার, হরিজার রহমান, হারুনুর রশিদ সরকার, জাকির হোসেন, ভোলা মাস্টার, প্রদিপ সরকার, বাবলু মিয়া প্রমূখ।
এসময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ ও আওয়ামীলীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে জেলা আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য গরিবের বন্ধু-দানবীর মাজেদার রহমান (দুলু) বিভিন্ন ধর্মীয় উপাসনালয় উন্নয়নের জন্য নগদ ২৫ হাজার টাকা করে প্রদান করেন এবং ১৫ হাজার অসহায় দরিদ্র যবুথবু শীতের প্রকোপে আক্রান্ত সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন।