পলাশবাড়ীতে বিশাল শ্রমিক সমাবেশে নৌকা মার্কায় ভোট চাইলেন-এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি:-
গাইবান্ধা জেলা বাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন-৪৯৪ এর ত্রি-বার্ষিক নির্বাচনে নর্বনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের নেতৃত্বে শ্রমিক সংগঠনটির নব-নির্বাচিতদের নিয়ে বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ সোমবার সকাল হতে শুরু হওয়া বিজয় মিছিলটি পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ও সংগঠনটির শাখা অফিস গুলোতে শ্রমিকদের সাথে মতবিনিময় করে শেষে পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শ্রমিক সমাবেশে মিলিত হয়।
নব-নির্বাচিত সভাপতি আব্দুস সোবাহান বিচ্চুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা- ৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বাংলাদেশ কৃষকলীগের সাধারন সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি নব নির্বাচিত শ্রমিক নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বর্তমানে দেশের উন্নয়নের ধারাবাহিকতায় অংশ নিতে উপনির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। এসময় সর্বস্তরের শ্রমিকগণ নৌকা মার্কার গণজোয়ার তুলতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হাত তুলে সমর্থন জানান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, এনামুল হক মকবুল, যুগ্ন সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, সদস্য ও ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহেল কবির ফারুক প্রমুখ। এসময় গাইবান্ধা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নর্বনির্বাচিত নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকগণসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রমিক সমাবেশের অনুষ্ঠানের সঞ্চালনা করেন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।