পলাশবাড়ীতে জামিয়া মাদ্রাসার শীতার্ত শিক্ষার্থীদের মাঝে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ
আল কাদরী কিবরীয়া সবুজ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে জামিয়া দারুল উলূম আল-ক্বওমীয়্যাহ্ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড পলাশবাড়ী শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। আর্তমানবতার সেবায় প্রতিবছরের ন্যায় এবারো ৩০ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামে জামিয়া দারুল উলূম আল-ক্বওমীয়্যাহ্ মাদ্রাসার শীতার্ত শিক্ষার্থীদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
এসময় বরিশাল ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ মিয়া, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক গাইবান্ধার পলাশবাড়ী শাখা ব্যাবস্থাপক হাসান আলী ও দ্বিতীয় কর্মকর্তা ফকরুল ইসলাম।
মাদ্রাসার সভাপতি মাসুদুর রহমান নিউটন, মৌলভী শিক্ষক মুফতি মিজানুর রহমান কাশীমি, জিয়াউর রহমান রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।