পলাশবাড়ীতে ইউনিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত
আল কাদরী কিবরীয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী পৌর সদরে অবস্থিত ইউনিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১ জানুয়ারি সকাল ১০ টায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালী পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে কুরআন তিলাওয়াত, জাতীয় সংগীত, ইসলামী সংগীতের মধ্যে দিয়ে নতুন বই বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাসুদ রানা কামিম ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক জাকির হোসেন হাবিব সহ শিক্ষকমন্ডলী প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ছামিউল ইসলাম। প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভায় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। (ছবি সংযুক্ত)