সোনালী আঁশের সোনালী দেশ মুজিববর্ষের বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ১ ডিসেম্বর বুধবার সকালে গাইবান্ধার উন্নয়ন প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং বাস্তবায়ন প্রকল্প পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয় পলাশবাড়ী উপজেলার বঙ্গবন্ধু হল রুমে ১০০ জন কৃষক নিয়ে চাষীদের প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন।
এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মাসুদুর রহমান, গাইবান্ধা অধিদপ্তর পাট উন্নয়ন কর্মকর্তা মাহেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম, রংপুর অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ রেজাউল করিম, রংপুর পাট অধিদপ্তর উপ-সহকারী সালমান আলী প্রমূখ।