পলাশবাড়ীতে ইউনিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোঁয়া অনুষ্ঠিত
আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধি।।
গাইবান্ধার পলাশবাড়ী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ২৯ জানুয়ারি বুধবার বিকেলে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মো. জাকির হোসেন হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় বিদায়ী পরীক্ষার্থীদের বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, প্রধান অতিথি আলহাজ্ব মো.মাসুদ রানা কামিম সহকারী শিক্ষক আব্দুর রহিম,নাজমুল ইসলাম,নূর আলম,শাহারুল ইসলাম প্রমুখ। বিদায়ী ছাত্র/ছাত্রীদের জন্য বিদায়ী সংবর্ধনা পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী মিলা আক্তার । উক্ত অনুষ্ঠানে অভিভাবক, শুভাকাঙ্ক্ষী, ও বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরিক্ষার উপকরণ বিতরণ করা হয়। পরিশেষে দোঁয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মো.শাহারুল ইসলাম।
উল্লেখ্য, এবার অত্র প্রতিষ্ঠান থেকে ৩০ জন ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।