পর্যবেক্ষন ব্যবস্থা জোরদার হলে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা শতভাগ-জেলা প্রশাসক আব্দুল মতিন
আল কাদরি কিবরিয়া সবুজ (গাইবান্ধা) প্রতিনিধিঃ-
গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন বলেছেন, পর্যবেক্ষন ব্যবস্থা জোরদার হলে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা শতভাগ নিশ্চিত হবে। প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে মাঠ পর্যায়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমান সরকার প্রাথমিক বিদ্যালয়ের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদা করে পাঠদানের পদক্ষেপ গ্রহন করেছে।
২৯ জানুয়ারি বুধবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও জাগরণী চক্র ফাউন্ডেশন এর সাতক্ষীরা উন্নয়ন সংস্থার অধিনে সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচির জেলা পর্যায়ে এক অভিজ্ঞতা বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক অফিসার মো. হাসান আলী সেকেন্ড চান্স এডুকেশনের প্রোগ্রাম হেড,ফিরোজ রহমান, সাংবাদিক আবেদুর রহমান স্বপন, আব্দুস ছালাম, ওবায়দুল হক প্রমুখ।