পত্নীতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন
মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আওয়মীলীগের দলীয় র্কাযালয় হতে এক আনন্দ শোভা যাত্রা সরদার পাড়া মোড়ে গিয়ে শেষ হয় । এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন , আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন শ্রদ্ধাজ্ঞাপন করে ।
আলোচনা সভায় নির্বাহী অফিসার মো: লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহীদুজ্জামান সরকার এমপি । বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার আরও ছিলেন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল খালেক চৌধুরী , থানার অফিসার উনচার্জ পরিমল চক্রবর্তী পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী , সাবেক মেয়র আমিনুল হক , ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ , পৌর আওয়ামীলীগের সভাপতি শহিদুল আলম বেন্টু উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাস প্রমূখ । পরে উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুক পূণর্বাসনের নিমিত্তে ২২ জন ভিক্ষুকদের মাঝে প্রত্যেক কে ৩ টি করে ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন সরকার । এ সময় সমাজ সেবা অফিসার সুলতান আহমেদ সহ অন্যান অফিস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।