উৎপাদন বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে
: পটিয়ায় অ্যারাইজ এজেড ৭০০৬ ধানের মাঠ দিবস পালিত হয়েছে। বাহুলীতে আয়োজিত এ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক কৃষিবিদ মো: আক্তারুজ্জমান, উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বায়ার ক্রপ বাংলাদেশ লি: এর রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ জাহিদুল ইসলাম, এক্সকিউটিভ অফিসার বিশ্বনাথ মালাকার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা বুলবুল আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুরানী পাল ও উজ্জল কান্তি দে প্রমুখ। এতে বক্তারা পরিকল্পিত কৃষির মাধ্যমে উৎপাদন বৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এতে বিনা মূল্য দুই শত কৃষক কে অ্যারাইজ এজেড ৭০০৬ ধান বীজ বিতরণ করা হয়। মাঠ দিবসের প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক কৃষিবিদ মো: আক্তারুজ্জমান বলেন, দিন দিন জনসংখ্যা বৃদ্ধির সাথে সংগত কারণে সারা বাংলাদেশে খাদ্য চাহিদা বাড়ছে। কিন্তু জমি বৃদ্ধি পাচ্ছে না। ফলে কৃষি বিভাগ নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে অধিক ফলনশীল বীজ তৈরি পূর্বক তা কৃষকদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। তিনি এ বীজ রোপনে প্রকৃতির উপর নির্ভরশীল না হয়ে প্রয়োজনীয় সার সহ সব ধরনের পরিচর্যা নিশ্চিত করার আহবান জানান। এ সময় তিনি উপজেলা কৃষি কর্মকর্তা ও উপ সহকারী কৃষি কর্মকর্তাদের মধ্যে সমন্বয় সাধন করার উপর গুরুত্বারোপ করে বলেন, পটিয়ায় এবার আমন ধান লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত জমিতে চাষাবাদ হয়েছে। যা আশাব্যঞ্জক। তিনি এর পাশাপাশি শাক-সবজি উৎপাদনেও কৃষকদের পাশে থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।