নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বোরহানউদ্দিন মোজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে গাজীপুরের বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান সড়কে আজ মঙ্গলবার ১১টার সময় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে সাংবাদিকবৃন্দরা।।
গাজীপুর জেলা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম এ ফরিদ এর সঞ্চালনায় রিপন আনসারী এর সভাপতিত্বে এ মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এম.ফরিদ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা প্রায়ই হামলা-মামলার শিকার হচ্ছেন। দেশের সমস্যা, সম্ভাবনা, দূর্নীতি এসব তুলে ধরায় সাংবাদিকদের পেশাগত কাজ। অথচ দায়িত্ব পালনের সময় প্রায়সই সাংবাদিকরা হামলা-মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন। সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা বেশি ঘটছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগামীতে সুষ্ঠু পরিবেশে যাতে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে সেই নিশ্চয়তা চাই।
অত্র মানববন্ধনে সাংবাদিক বোরহানউদ্দিন মুজাক্কির সহ সারা দেশের সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সাংবাদিকরা প্রশাসনের কাছে সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন এবং যারা দোষী তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি জানান।