নুরাবাদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে নৌকার মাঝি ঘোষণা দিলেন আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্ধারিত ১৭টি ইউপিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শুক্রবার বিকালে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড.আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

৬ বিভাগের ১৩টি জেলার ১৭টি ইউনিয়নে নৌকার প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়।