নীলফামারী টিটিসি’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
মোঃ মোশফিকুর ইসলাম (চিলাহাটি - নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) এর আয়োজনে এস.এস.সি (ভোকঃ) পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৯শে জানুয়ারী কারিগরি প্রশিক্ষন কেন্দ্র নীলফামারীতে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ।
উক্ত অনুষ্ঠানে কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমেদ আহসান হাবিব, এ আর ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ প্রমুখ।