নীলফামারীর দুবাছরী বালিকা উচ্চ বিদ্যালয়ে চলছে জমজমাট কোচিং বানিজ্য
মোঃ মোশফিকুর ইসলাম (চিলাহাটি-নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী সদর উপজেলা লক্ষীচাপ ইউনিয়নের দুবাছরী বালিকা উচ্চ বিদ্যালয়ে চলছে জমজমাট কোচিং বানিজ্য । আজ রবিবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়,ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি ক্রমে এলাকার মোঃ মাসুম নামক শিক্ষার্থীদের কোচিং ও প্রাইভেট পড়াচ্ছেন। কোচিং ও প্রাইভেট এর বিনিময়ে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা।
এ বিষয়ে ঐ শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি জানান স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে অনুমতি নিয়ে স্কুলের ভবনের দুটি রুম ব্যবহার করছি।
ভবন ও বিদ্যূৎ ব্যবহার করে এবং প্রশাসনের নির্দেশ অমান্য করে কোচিং করানোর বিষয়ে জানতে চাইলে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র রায় প্রতিনিধিকে মুঠোফোনে জানান, আমার অনুমতিক্রমে সেখানে পড়ানো হচ্ছে । আমি চাইলে সেটা বন্ধ করতে পারি। কিন্তু এলাকার গরিব ছেলে তাই অনুমতি দিয়েছি।
এবিষয় এলাকাবাসী বলেন,এই কোচিং বানিজ্য তো দীর্ঘদিন যাবতই চলছে। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম স্যারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কোন স্কুলে কোচিং হলে আমরা তা ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেব। “