ভোলার চরফ্যাশনে চারদিন আগে নিখোঁজ হওয়া বেল্লাল নামক এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার শশীভূষণ থানার মায়া নদীর খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত বেলাল চর কুকরি–মুকরি ইউপির বাবুর হাট গ্রামের হাকিম আলীর ছেলে।
শশীভূষণ থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া বেল্লাল এস এইচ ড্রেজার নামের একটি জাহাজের শ্রমিক হিসেবে চাকরি করতেন। বালুভর্তি জাহাজ থেকে নদীতে পড়ে বেল্লাল নিখোঁজ হয়েছিলেন। রোববার ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করলেও নিখোঁজের কোনো সন্ধান মেলেনি।
এস এইচ ড্রেজার জাহাজের মালিক নাজিম উদ্দিন সিকদার জানান, মুজিব নগর থেকে বালুভর্তি জাহাজটি শশীভূষণ আসার পথে মায়া নদীর খাল এলাকায় সুকানীর দারের সঙ্গে আঘাত পেয়ে শ্রমিক বেল্লাল নদীতে পড়ে স্রোতে ভেসে যান।
এদিকে নিহত বেলালের ভাই কবির জানান, নিখোঁজের বিষয়টি তাদের পরিবারের কাছে রহস্যজনক। নিখোঁজের পিছনে অন্য কোনো ঘটনাও থাকতে পারে।
পারিবারিক অভিযোগ সর্ম্পকে ওসি জানান, রিপোর্ট হাতে না পেয়ে কোনো মন্তব্য করা যাচ্ছে না।