English|Bangla আজ ২রা ডিসেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ, বুধবার সকাল ৯:২৩
শিরোনাম
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের শ্রদ্ধার্ঘ্য নিবেদননান্দাইলে মাস্ক না পরায় ২০ জনকে জরিমানা,মাদক আইনে একজনের ৭ দিনের কারাদণ্ডডিবি’র এস আই আলাউদ্দিনের দুটি অভিযানে বিপুল পরিমান মদ ও টাকা জব্দনান্দাইলে ২৫ কেজি বাগাই মাছ, দাম হাকাচ্ছে দেড় লাখ, উৎসুক জনতার ভিড়পলাশবাড়ীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতকোম্পানীগঞ্জে সাংবাদিক হাসান ইমাম রাসেল’র জন্মদিন উদযাপনমোবাইল কোর্ট পরিচালনা করে ২টি মামলায় ৬ হাজার টাকা অর্থদণ্ড।দাগনভূঞা উপজেলা মৌসুমী বীজ ও সার কর্মসূচী শুভ উদ্বোধনবাইশারীতে বিজয় স্মৃতি নাইন সেট ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধনঅন্যের বাড়ীর রান্না ঘরে বসবাস: পিতার বিরুদ্ধে অভিযোগ কিশোরীর

নর‌সিং‌দি জেলার পলাশ বাসীর আনন্দ মিছিল,

রি‌পোটঃ শ্রী সুক‌দেব লাল, শুভ, বি‌শেষ প্রতি‌নি‌ধি ঢাকা জেলা।

বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মাননীয় মহাসচিব: শ্রী রম্ভুনাথ বাশফোর মহোদয় ইন্ডিয়ার মহাত্মা গান্ধী জীর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে নেপাল কাঠমন্ডু থেকে আন্তর্জাতিক শান্তি পুরস্কারে ভূষিত হয়ায় অত্যন্ত আনন্দের সাথে আজ ২০-১১-২০২০ ইং রোজ শুক্রবার পালিত হলো পলাশ বাসীর আনন্দ মিছিল।

উপস্থিত ছিলেন: বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন নরসিংদী জেলা কমিটির সম্মানিত,
সভাপতি: শ্রী কৃষ্ণ কোমল বাশফোর।
সাধারণ সম্পাদক : শ্রী রাম বাবু বাশফোর।
নরসিংদী জেলা কমিটির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনকে পলাশ উপজেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই,আজ উনাদের মূল্যবান সময় টুকু আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে দেয়ায়।

আয়োজনে: বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন পলাশ উপজেলা কমিটি,পলাশ, নরসিংদী।

জয় হোক মানবতার, জয় হোক,
বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের,
জয় হোক, মাননীয় মহাসচিবের নেয়া সকল পদক্ষেপ।

প্রচারে:::—– শ্রী সোহাগ বাশফোর (অর্থ বিষয়ক সম্পাদক) উপজেলা কমিটি,
বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন। পলাশ, নরসিংদী, জেলা।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো