নরসিংদীতে ইয়াবা সুন্দরী প্রিয়া ও ব্যবসায়ী শফিকুল ইয়াবাসহ গ্রেফতার
বোরহান মেহেদী নরসিংদী প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোস্তাক আহম্মেদ ও এসআই নূরে আলম হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে শনিবার ৭ ফেব্রুয়ারী বিকেল ৩টায় শিবপুর উপজেলা পুঠিয়া ইউনিয়নের কারারচর এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম ওরফে শফিক [৩৫] পিতামৃত-জালাল উদ্দিন, সাং-বাসাইল, থানা ও জেলা-নরসিংদী। ও মোছাম্মৎ প্রিয়া [৩৮], স্বামী-মোঃ ইমন মিয়া, পিতামৃত-আওয়াল সরদার, সাং-সাটিরপাড়া, থানা ও জেলা-নরসিংদী তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা যায় আটকের সময় আসামী শফিকুল ও প্রিয়া শিবপুর কারাররচর এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করার জন্য ঘুরাফেরা করছিল। প্রকাশ ইতিপুর্বেও তারা জেলার বিভিন্ন এলাকায় গিয়ে মাদক ক্রয় ও বিক্রি করে যাচ্ছিলো।
আসামি শফিকুল বিরুদ্ধে ইতোপূর্বে ০৩(তিন) টা মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন চলছে বলে জানিয়েছেন পুলিশ ।