নবীনগর স্কুল এন্ড কলেজ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার
জহিরুল ইসলাম জেলা সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থানীয় নেতৃবৃন্দের সরব উপস্থিতিতে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে ‘খেলাধুলায় বাড়ে বল, মাদকের বিরুদ্ধে ক্রিকেট বল এই স্লোগানকে সামনে রেখে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে এই খেলায় অংশগ্রহণ করেন হুরুয়া ক্রিকেট একাদশ বনাম জিনদপুর ক্রিকেট একাদশ। ১৬ ওভারের খেলায় টসে জিতে জিনদপুর ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করতে নেমে হুরুয়া ক্রিকেট একদশকে ১৫১ রানের টার্গেট দিলে ৪ উইকেট হাতে রেখেই কাঙ্খিত জয় নিশ্চিত করেন হুরুয়া ক্রিকেট একাদশ।
তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ ফাইনাল খেলায় জিনদপুর ইউপি সদস্য আমির হোসেনের সভাপতিত্বে যুবনেতা নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান, জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রউফ। মনোমুগ্ধকর এই খেলাটি উদ্বোধন করেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম কে জসিম উদ্দিন, জিনদপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি খোরশেদ আলম, জিনদপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রফিকুল ইসলাম মাঈনু সরকার, উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, নবীনগর প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক পিয়াল হাসান রিয়াজ, জিনদপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হাদী, উপজেলা প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ সোহেল মিয়া, সাংবাদিক মনির হোসেন, জসিম উদ্দিন মঙ্গল ডিলার, সমাজসেবক জীবন মিয়া, জয়নাল আবেদীন প্রমুখ ।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাসান উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন জিনদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন রানা। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।