মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য” এই শ্লোগান কে সামনে রেখে”জিনদপুর গ্রামের হত দরিদ্র আবুল কাশেম(৬০) ৫ হাজার টাকা সহযোগিতা করেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার “জিনদপুর মানব কল্যাণ সংস্থা” (জিমাকস)।
শুক্রবার বিকালে জিনদপুর বাজারের মানব কল্যান সংস্থার অস্থায়ী কার্যালয়ে কাশেম মিয়ার বাতিজা শাহআলমের হাতে নগদ টাকা তুলে দেন।
গত ২/২ রবিবার কাশেম মিয়া গুরুতর শারিরিক অসুস্থ হলে তাকে জরুরী ভাবে কুমিল্লা সরকারী হাসপাতালে প্রেরন করা হয়।সকল পরীক্ষা নিরিক্ষা করাতে বেশ টাকার প্রয়োজন হয়ে পড়লে।কাশেম মিয়ার পরিবার জিনদপুর মানব কল্যান সংস্থার কাছে সহযোগিতা চাইলে সংস্থার সভাপতি ইমতিয়াজ বেগ ইমন উপদেষ্টা পরিষদ ও কার্যনিবার্হী সকলের সাথে যোগাযোগ করে জরুরী চিক্যিসার লক্ষে তাকে জরুরী অনুদান প্রদান করেন এসময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ও জিনদপুর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান,ওয়ার্ড মেম্বার আমীর হোসেম
, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জিমাকস সহ সভাপতি জহিরুল ইসলাম,ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম মাইনু সরকার,বিশিষ্ট ব্যাবসায়ী হাসান উদ্দিন,আনিছুর রহমান পনির,অষ্ট্রেলিয়া প্রবাসী আনোয়ার হোসেন,আমেরিকা প্রবাসী শওকত আকবর কিশোর প্রমুহ।