ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে গতকাল সোমবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: মনিরুজ্জামান মনির।
বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) ইকবাল হাসান, উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আজগর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোকারম হোসেন বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম লালু, আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন চৌধুরী প্রমুখ। র্যা লীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।