খেলা হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার,মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজ কে রক্ষা করতেই খেলার আয়োজন, এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঠালিয়া প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনাল খেলা জাকজমকপূর্ণতায় অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছরের ন্যায় এবারো কাঠালিয়া যুবসমাজের উদ্যোগে এবারো রবিবার বিকেলে কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল এই খেলায় অংশগ্রহণ করেন সুমন স্পোর্টিং ক্লাব বনাম মীম স্পোর্টিং ক্লাব। ১৫ ওভারের সংক্ষিপ্ত ভার্সনের এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্জেন্ট সৈয়দ শাফায়াত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী নান্টু মিয়া, সমাজসেবক আলম মিয়া, মোঃ হাশেম মিয়া, শাহ আলম মিয়া, মোঃ সোহেল মিয়া, জসিম মিয়া, সৌদি আরব প্রবাসী মামুন, জুয়েল রানা প্রমুখ।খেলায় পৃষ্ঠপোষকতায় ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সৌদি আরব প্রবাসী মোঃ শুক্কুর মিয়া।
মনোমুগ্ধকর এই ফাইনাল খেলায় সুমন স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে পরাজিত করে মীম স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
খেলায় ধারাভাষ্যকার হিসেবে মাতিয়ে রাখেন সৈয়দ কিবরিয়া। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরষ্কার তুলে দেন অতিথিরা