(১ জানুয়ারি ২০২০ইং) বুধবার দেশ জুড়ে ‘বই উৎসব- পালিত হচ্ছে।
সারাদেশের মত গাজীপুরের দক্ষিণ বাউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছর নতুন বই উৎসব পালিত হয়।
উক্ত বই উৎসবে মহিউদ্দিন বেপারীর সভাপতিত্বে বছরের প্রথম দিন সকাল দশটায় শুভ উদ্বোধন ঘোষণা করেন,
মোঃ আবুল হোসেন, শ্রমিক লীগের সভাপতি, আরো উপস্থিত ছিলেন, মোঃ নূরুল ইসলাম জমিদাতা,দক্ষিণ বাউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,
মোঃ আবুল হোসেন সাবেক সহ-সভাপতি দক্ষিণ বাউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,নতুন বছর নতুন বই উৎসবে উপস্থিত ছিলেন উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,
সকলেই উপস্থিত থেকে নতুন বছরের নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
নতুন বছর নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মাতোয়ারা
২০২০ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের নতুন বই তুলে দেওয়া হচ্ছে ।
১ জানুয়ারি ‘পাঠ্যপুস্তক উৎসব’-এর মাধ্যমে সারাদেশে প্রায় চার কোটি ৩০ লাখ শিক্ষার্থীর মধ্যে নতুন ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৫৫৪ কপি পাঠ্যবই বিতরণ।
নতুন বছরের নতুন বই শিক্ষার্থীদের হাতে দিয়ে স্কুলের জমিদাতা নুরুল ইসলাম শিক্ষার্থীদের অভিভাবকদের বলে দেন যেন তারা বাড়িতে তার বাচ্চাদের লেখাপড়ার দিকটা খেয়াল রাখেন, এবং শিক্ষার্থীদের বলে দেন তারা যেন বাড়িতে ও ভালো করে পড়ালেখা করে, পড়ালেখার দিকনির্দেশনা দিয়ে আরো অনেকেই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন।