মাদকমুক্ত তারুণ্য চাই” নামক স্বেচ্ছাসেবামূলক সংগঠনের উদ্যোগে আগামী পহেলা জানুয়ারী দেশব্যাপী একযোগে মাদকমুক্ত থাকার শপথ গ্রহণ করা হবে । তরুন প্রজন্ম কে মাদকের ভয়াল আগ্রাসন থেকে বাঁচাতে গনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী এই আয়োজনে সংগঠনের সদস্য এবং দেশের প্রত্যেক সচেতন নাগরিক কে নিজ নিজ পেশাগত ও সামাজিক অবস্থান থেকে এই শপথগ্রহণ কার্যক্রমে অংশ গ্রহণের উদাত্ত আহ্বান জানিয়েছেন সংগঠনটির প্রধান সমন্বয়কারী শামসুল আজম মুন্না।
তিনি বলেন, স্বেচ্ছাসেবামূলক এই কার্যক্রমের উদ্দেশ্য হলো মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মাদকের বিরুদ্ধে যুদ্ধকে সফল করার জন্য দেশের সর্বস্তরের জনগণকে সচেতন ও সম্পৃক্ত করা।” তিনি আরো বলেন “শুধু মাত্র সরকার প্রশাসনের উপর নির্ভর করে দেশকে মাদক মুক্ত করা সম্ভব নয়, প্রয়োজন জনসম্পৃক্ততা এবং সর্বস্তরের জনগনের সম্মিলিত প্রচেষ্টা ও প্রতিরোধ।”