নগরীর হালিশহরে মাদক মুক্তসহ বিভিন্ন বিষয়ে ওপেন হাউজ ডে কার্যক্রম অনুষ্ঠিত
আল আমিন চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
নগরীর হালিশহর থানায় ওপেন হাউজ ডে
মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্য বিবাহ, করোনা ভাইরাস সহ বিভিন্ন বিষযে সচেতনতা মূলক কার্য্যক্রম এবং থানায় লিপিবদ্ধকৃত সাধারণ ডায়েরী মামলার বাদীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার (৯ ফেব্রুয়ারি) থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার,( ক্রাইম এন্ড অপারেশন), সিএমপি শ্যামল কান্তি নাথ। বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার(পশ্চিম), সিএমপি, মোহাম্মদ ফারুক-উল হক,
উপ-পুলিশ কমিশনার(পশ্চিম), সিএমপি, চট্টগ্রাম ও মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(পশ্চিম), সিএমপি, চট্টগ্রাম,মোহাম্মদ রফিকুল ইসলাম, পিপিএম, অফিসার ইনচার্জ্, হালিশহর থানা, সিএমপি, চট্টগ্রাম উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে থানা কমিউনিটি পুলিশ এবং বিট পুলিশের সদস্য বৃন্দ এবং স্থানীয় জনো সাধারণ সহ মামলা ও জিডির বাদীগন উপস্থিত ছিলেন।
উপস্থিত মামলা ও জিডির বাদীগন তাহাদের স্ব-স্ব মামলা ও জিডি তদন্তকারী অফিসারদের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এছাড়া থানা এলাকার আইন-শৃংখলা ও বিভিন্ন অপরাধীদের বিষয়ে স্থানীয় জনসাধারণের বক্তব্য গ্রহণ করা হয়। উর্ধ্বতন অফিসার বৃন্দ ও নবাগত অফিসার ইনচার্জ্ জনসাধারণের বক্তব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে আশ্বাস প্রধান করেন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্য বিবাহ, করোনা ভাইরাস সহ বিভিন্ন বিষযে সচেতনতা মূলক বক্তব্য প্রধান করা হয়।