আল আমিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্রগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ফার্নিচার মেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি সৈয়দ এএসএম নুরুউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মাকসুদুর রহমান, সহসভাপতি মো. নুরুল আলম, মো. নাছের, সৈয়দ আইএম ইফতেখার উদ্দিন, মো. সাইফুদ্দিন চৌধুরী দুলাল ও মো. আল ইকবাল।
মেলা ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। সারাদেশ থেকে মেলায় ৩১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। এতে প্রবেশ মূল্য ১০ টাকা।