দেবীদ্বারে ‘জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচী’ বাস্তবয়নে কুকুর টিকাদান কার্যক্রম অবহিতকরণ সভায়
এ,আর,আহমেদ হোসাইন, দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি
জলাতঙ্ক একটি ভয়ংকর মরণব্যাধি যে ব্যাধির পরিনাম নিশ্চিত মৃত্যু। জলাতঙ্ক নিয়ন্ত্রণ এবং নির্মূলে আমাদের সচেতন হওয়ার বিকল্প নেই। সোমবার জুনোটিক কন্ট্রোল প্রোগ্রাম, রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) ও স্বাস্থ্য অধিদপ্তর’র উদ্যোগে দেবীদ্বার ইউএনও’র কার্যালয়ে আয়োজিত ‘জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচী’ বাস্তবয়নে কুকুর টিকাদান কার্যক্রম অবহিতকরণ সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান ওই বক্তব্য তুলে ধরেন। তিনি আরো বলেন, ক্যান্সার, এ্যইডস চিকিৎসায় সসাময়িক বাঁচিয়ে রাখা গেলেও কুকুর, বিড়াল, শিয়াল, বানরের কামরে জলাতঙ্ক রোগিকে বাঁচানো যায় না। তাই আমাদের নিজেদের, পরিবারের স্বজনদের, সমাজের মানুষদের জলাতঙ্ক মুক্ত রাখতে সচেতন করে তুলতে হবে এবং কুকুর টিকাদান কর্মসূচীর আওতায় নিজ এলাকর সকল কুকুর চিহ্নীত করে টিকাদানে সহযোগীতা করতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমাম্মদ কবির’র সভাপতিত্বে এবং ডাঃ অর্জুন সাহ’র সঞ্চালনায় উক্ত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাসেম ওমানী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম। অন্যান্যের মধ্যে আলোচসায় অংশ নেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আর,এম,ও ডাঃ অনিকা আফরিন, ভারপ্রাপ্ত উপজেলা পশুপালন কর্মকর্তা ডাঃ কর্নচন্দ্র মল্লিক, জুনোটিক কন্ট্রোল প্রোগ্রাম’র সুপার ভাইজার সানাউল হক, সাংবাদিক এ,বি,এম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার পৌরসভার সচিব মোঃ ফখরুল ইসলাম, সুলতানপুর ইউপি চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম প্রমূখ।