সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় দীর্ঘ এক মাস আগে খুন হয় আনন্দ সরকার খুন হওয়ার এত দিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত খুনীদের সন্ধান পায়নি জগন্নাথপুর থানার পুলিশ।
আনন্দ সরকারের বাবা সুনীল সরকার মোহনগঞ্জ প্রেস ক্লাবে এসে কেঁদে কেঁদে বলেন টাকা উপার্জন করে জীবন বাঁচানোর জন্য আমার ছেলে জগন্নাথপুরে গিয়েছিল কিন্তুু টাকার পরিবর্তে আমি পেলাম আমার ছেলের লাশ। জগন্নাথপুর থানার পুলিশের গাফলতি আছে বলেও তিনি অভিযোগ করেন। এবং ছেলের খুনীদের দ্রুত চিহ্নিত করে বিচারের দাবী জানান।
আনন্দ সরকারের পরিচয় জানা যায় নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ১নং বড় কাশিয়া বিরামপুর ইউনিয়নের বাহাম গ্রামের সুনীল সরকারের ছেলে।