দলীয় সড়যন্ত্রের স্বীকার হতে চলেছে ছদাহার তরুন আওয়ামীলীগ নেতা এম এ মন্জুর।
সাতকানিয়া লোহাগাড়ার সাংসদের অনুসারী হওয়ায় ছদাহা ইউপির নেতাগনের রোষানলের স্বীকার বলে এক বিবৃতিতে তিনি এসব জানান।
এম এ মন্জুর প্রতিবেদক কে বলেন,ছদাহা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোরশেদ আলম দুলু বার বার আমাকে কল করে প্রতিনিয়ত আর্থিক আবদার করে,আমি তার প্রতিনিয়ত আর্থিক আবদার মিটাতে পারছিনা বলে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয় তাই তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে বহিস্কার করার কথা জানান।
আমি বলি সমস্যা নেই আমি এমপি মহোদয়ের কর্মী হয়ে কাজ করব নেতা হয়ে নই। তাই দুলু সাহেব ষড়যন্ত্র করে আমাকে বহিস্কার করেছেন।
এম এ মন্জুর জানান,ইতি মধ্যে আমি দুলু সাহেবকে বহুবার আর্থিক সহযোগিতা ও করেছি।
এটাতে আমার সমস্যা নেই তিনি আর্থিকের পাশাপাশি আমি এমপি সাহেবের অনুসারী হওয়ায় আমাকে কোনঠাসা করার চেষ্টা চালান,তাই আমি তার প্রতি বিরক্ত।