মধ্যনগর বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় আবারও বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আক্কেল আলী তালুকদার এর পুত্রবধূর সানজিদা আক্তার নির্বাচিত হয়েছেন।
জানা গেছে,আজ রবিবার (২,ফেব্রুয়ারি)দুপুরে বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তাহের মোহাম্মদ কামরুল হাসান এর পরিচালনায় ও রিটার্নিং দায়িত্বের মধ্যদিয়ে,বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের লক্ষ্যে, নির্বাচনের কার্যক্রম শুরু হয়।নির্বাচনের কার্যক্রমের শুরুতেই বিদ্যালয়ের অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন সভাপতি পদে সানজিদা আক্তার এর নাম প্রস্তাব করার সাথে সাথে মোঃ নুর মিয়া এই প্রস্তাবনা কে সমর্থন করেন এবং একই সাথে এবিএম জুয়েল তালুকদার, দানেশ চক্রবর্তী, তোঘলক আহমেদ, খুদেজা বেগম, আশ্রাফুজ্জামান, দিলরুবা ইয়াসমিন ও শিউলি শাহা,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আক্কেল আলী তালুকদার এর পুত্রবধূর সানজিদা আক্তার কে সমর্থন করেন,তখন উপস্থিত অন্যান্য ভোটারগনের সন্মতি প্রদানের মাধ্যমে এবং অন্য আর কোন নাম প্রস্তাবে না আসায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সানজিদা আক্তার উক্ত বিদ্যালয়ের তৃতীয় বারের মতো এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
নির্বাচন শেষে নির্বাচনের পরিচালনায় দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তাহের মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে, একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় মধ্যনগর থানা বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তৃতীয় বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মহিলা সভাপতি সানজিদা আক্তার বলেন,আমাকে মরহুম আক্কেল আলী তালুকদার স্মৃতি বিজড়িত বিদ্যাপীঠ বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে তিন-তিনবার নির্বাচিত করায় উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ এবং সুনামগঞ্জ ১নির্বাচনী এলাকার সংসদ সদস্য, হাওর বন্ধু খ্যাত মোয়াজ্জেম হোসেন রতন এম,পি কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য যে সুনামগঞ্জ জেলায় মাধ্যমিক বিদ্যালয়ে এক মাত্র মহিলা সভাপতি হিসাবে হিসাবে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন সানজিদা আক্তার।