সুনামগঞ্জের তাহিরপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজার চালানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত এলাকা লাকমা হতে,গোপন সংবাদের ভিত্তিতে গাঁজার চালান ক্রয়বিক্রয়ের সময়।তাহিরপুর থানার ট্যাকেঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ এস আই আবু মুসার নেতৃত্বে,একদল পুলিশ অভিযান চালিয়ে ০৫কেজি ভারতীয় গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত ব্যাক্তি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত গ্রাম লাকমা নোয়াপাড়ার মোহাম্মদ আলীর ছেলে রোকন মিয়া (২৮)।
তাহিরপুর থানার ওসি মা.আতিকুর রহমান সত্যতা নিশ্চিত করে গণমাধ্যম কে জানান,উপজেলার সীমান্ত গ্রাম লাকমায় ভারতীয় গাঁজার চালান ক্রয়-বিক্রয় কালে ট্যাকারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবু মুসার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রোকনকে আটক করেন।
এ সময় রোকনের সাথে থাকা অপর মাদক ব্যবসায়ী লাকমা গ্রামের কিয়াম ওরফে অদুদ ফকিরের ছেলে লিটন মিয়া ভারত সীমা অভিমুখে পালিয়ে যায়। অভিযানকালে পুলিশ পাঁচ (০৫) কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে।