English|Bangla আজ ১৭ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, রবিবার সকাল ৮:৩৭
শিরোনাম
ছায়ানট সাংস্কৃতিক সংস্থা, ময়মনসিংহ এর ৩ যুগ পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণতরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা বাড়াতে হবে ; তানভিরনাগেশ্বরী পৌরসভা নির্বাচনে মোহাম্মদ হোসেন ফাকু বিজয়ীগাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শেষে চলছে গণনাগাজীপুরে যুবলীগের আয়োজনে মাইনুল হোসেন খান নিখিলের রোগমুক্তি কামনায়,দোয়া অনুষ্ঠিত হয়।পলাশবাড়ীতে সন্ধি ফাউন্ডেশনের উদ্যোগে মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধণা প্রদানফুলবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণশান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে নাগেশ্বরী পৌরসভা নির্বাচনরংপুরে জুম্মার নামায শেষে অসহায়দের কম্বল দিলেন আ.লীগ নেতা মওলাকুলিয়ারচর পৌর নির্বাচন বর্জন করেছে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর নূরুল মিল্লাত

তাহিরপুর সীমান্তের সাব সেক্টরের ‘মুক্তির মঞ্চে’ মুক্তিযোদ্ধাদের সবংর্ধনা

আহাম্মদ কবির তাহিরপুর প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসন আয়োজনে বীর মুক্তিযোদ্ধাগণকে সবংর্ধনা প্রদান করা হয়েছে।

আজ সোমবার একাওরের স্মৃতি বিজরিত তাহিরপুর সীমান্তের ট্যাকেরঘাট সাব সেক্টরের ‘মুক্তির মঞ্চে, উপজেলার ১৬৫ জন বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের এ সবংর্ধনা প্রদান করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. মুনতাসির হাসানের সভাপতিত্বে সবংর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,তাহিরপুর থানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদ সিরাজ স্মৃতি সংসদ সভাপতি হাজি মো. রৌজ আলী,মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান আমির উদ্দিন, ইউনিয়ন কমান্ডার আলকাছ মিয়া, নুর মাহমুদ, আব্দুল কুদ্দুছ, শহীদ সিরাজ স্মৃতি সংসদ সদস্য মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ, ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ আবু মুসা, আওয়ামিলীগ নেতা হাজি সুরুজ মিয়া প্রমুখ।,

সংবর্ধনা অনুষ্ঠানের পুর্বে ট্যাকেরঘাট সাব সেক্টরের মুক্তিযোদ্ধা,শহীদ মুক্তিযুদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ট্যাকেরঘাট শহীদ মিনারে গিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাবসেক্টরের শহীদ সিরাজুল ইসলাম বীর উওমসহ মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের মাগফিরাত কামনা করে বিশেষ মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয়।

‘মুক্তির মঞ্চ ঘিরে মুক্তিযোদ্ধা পরিবারের মিলনমেলায় পরিনত হয় : সুনামগঞ্জ জেলা শ্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের উদ্যোগে একাওরের স্মৃতি বিজরিত ৫নং সেক্টরের ট্যাকেরঘাট সাব সেক্টরের মুক্তির মঞ্চ বিজয় দিবসের প্রারম্ভে উদ্ধারের পর সোমবার ৪৯তম বিজয় দিবসের সকাল থেকেই ”মুক্তির মঞ্চ” ও সমাবেশ স্থল ঘিরে মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা,শহীদ পরিবারের সদস্য,সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্কুল কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী রাজনৈতিক দলের নেতৃবৃন্ধসহ সকল শ্রেণি পেশার লোকজনের উপস্থিতি ছিল লক্ষনীয়।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো