English|Bangla আজ ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, সোমবার বিকাল ৩:১০
শিরোনাম
নাগেশ্বরীতে জাতীয় বীমা দিবস ও বঙ্গবন্ধু বীমা মেলা অনুষ্টিতদিনাজপুরে নাগরিক উদ্যোগ এবং এসসিডিএস এর উদ্যোগে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিতচরফ্যাশনে মেয়র- সাধারন কাউন্সিলদের ভোট বিন্যাসপ্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়ে কাজীর সংবাদ সম্মেলনচরফ্যাশন পৌর সভায় আওয়ামীলীগের জয়বান্দরবানে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধারআবারও খানসামায় দ্রুতগামী মটরসাইকেল-নসিমন সংঘর্ষে যুবক নিহত।মোছাঃ মাহমুদা ইসলাম সেফালী প্রাইসমানি ফুটবল টুর্নামেন্টে ২০২১ শুভ উদ্বোধনচিলমারীতে বিএনপির সংবাদ সম্মেলনশেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে ….নওগাঁয় তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ

তাহিরপুর যাদু কাটা নদীতে অবৈধ নৌযানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আহাম্মদ কবির, তাহিরপুরঃ

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটায় অবৈধ নৌযানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত
পরিচালনা করে ১৭টি নৌযানকে ৩লক্ষ ১০হাজার টাকা জরিমানা জরিমানা আদায় করে নৌ পরিবহন অধিদপ্তর।

জানাযায় বাংলাদেশ নৌ পুলিশ, তাহিরপুর থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের সহয়োগীতায়, আজ বৃহস্পতিবার( ০৫,মার্চ) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত উপজেলার সীমান্ত নদী যাদুকাটা এলাকার পাঠানপাড়া-মিয়ারচড় খেয়া ঘাট সংলগ্ন গাঘড়া সহ একাধিক স্থানে অবৈধ নৌযানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নৌ পরিবহন অধিদপ্তরের উপ-সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদরুল হাসান লিটন।

প্রায় ঘন্টাব্যাপী এ-ই অভিযানে যাদুকাটা নদীতে চলাচলকৃত কাগজপত্র বিহীন ও নৌকায় জীবন রক্ষাকারী সরঞ্জাম না থাকায়, এবং নৌকা চালকের (মাঝির) ড্রাইভিং লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অপরাধে অবৈধ ১৭ টি নৌযানকে আটক করেন।

আটককৃত ১৭ টি নৌযানের মাঝিকে তাহিরপুর থানায় নিয়ে গিয়ে বিকাল ৫ টায় নৌ পরিবহন অধিদপ্তরের উপ-সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদরুল হাসান লিটন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর বিভিন্ন ধারায় ১৭ টি নৌযানকে ৩ লক্ষ, ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ জাহাজ পরিদর্শক মোহাম্মদ শাজাহান সিরাজ (সিলেট ও ভৈরব), তাহিরপুর থানার এস আই গোলাম মোস্তফা ও এস আই রকিব প্রমুখ।

সংবাদ সম্পর্কে আপনার মতামত দিন
তুমি এটাও পছন্দ করতে পারো