তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
তাহিরপুর উপজেলায় ফসল রক্ষা বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। আজ সোমবার (০২,ডিসেম্বর) দুপুরে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্টিত মতবিনিময় সভায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জির সভাপতিত্বে ,প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
অনুষ্টিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান হাজী রিয়াজ খন্দকার লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল হোসেন খান, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক আব্দুস সোবহান আখঞ্জী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী মর্তূজা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগ সভাপতি হাফিজ উদ্দিন, সাবেক উপজেলা যুগ্ম আহবায়ক অনুপম রায়, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, হাজী আজহার আলী,যুবলীগ নেতা আবুল কাসেম, সাংবাদিক রাজন চন্দ্র, সাংবাদিক আহাম্মদ কবির প্রমূখ।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, সমাজসেবক, ও জন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।