তাহিরপুরে প্রাঃ বিদ্যাঃ শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
আহাম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুরে প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘২০২০’ এ বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিরতণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬জানুয়ারি) উপজেলার বড়দল উওর ইউনিয়নের আন্ত:প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৫০টি ইভেন্টে অংশনেয়া ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী দেড় শতাধিক শিক্ষার্থীর মধ্যে এ পুরস্কার বিরতণ করা হয়।
উপজেলার বড়দল উওর ইউনিয়ন পরিষদের অর্থায়নে,এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তোলে দেন, বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম।
উপজেলার গুটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, কামাল হোসেন, খাদিজা নার্গিস, নজরুল ইসলাম শিকদার,তাজুল ইসলাম,হুমায়ুন আজাদ,শাহনাজ পারভীন,সিনিয়র সহকারি শিক্ষক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।