গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতারক চক্র জ্বীনের বাদশা আলেক উদ্দিনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ১৪/১২/২০১৯ইং মামলা নং ২১ এর সূত্রে জানা গেছে, জ্বীনের বাদশার সদস্য আলেক উদ্দিন গভীর রাতে ফোন করেন জয়পুরহাটের কলেজ পড়ুয়া ছাত্রীকে ভাগ্যবতি বলে ধন দৌলত ও মুল্যবান সম্পদ সোনা, রুপা, হীরা, জহরত দেয়ার প্রলোভন দেখিয়ে সোনার পুতুল দেয়ার কথা বলে গত ৭/১২/২০১৯ইং র