ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে এক হাস্কিং মিলের বয়লার বিস্ফোরনে নিহত হয়েছে ০১ জন এবং আহত হয়েছে ০৯ জন। জানা যায়, রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নে চৌরংগী মার্কেটে (বাদিয়া মার্কেট) আলহাজ্ব রুহুল আমিনের হাস্কিং মিলের বয়লার বিস্ফোরনে নিহত ও আহতের ঘটনা ঘটে। বিস্ফোরনের ঘটনাটি ঘটে ১৬ ফেব্রুয়ারি (রবিবার) সকাল আনুমানিক সাড়ে ১০টার সময়।
নিহত ব্যক্তির নাম মো: সলেমান আলী (৬৫) তার পিতার নাম মৃত আব্বাস আলী। আহত ব্যক্তিগন হলেন মিলের মালিক আলহাজ্ব রুহুল আমিন (৬৫), মিল মালিকের ছেলে জহুরুল ইসলাম (৩৫), তুলশী (২৮), মনতাজ আলী (৪০), আরিফ (১৫), লাকি আক্তার (৩০), সনু (৪০), সুব্রত (১৫) ও আরফিনা (১৫)। নিহত ও আহত সকলের বাড়ী রাজাগাঁও ইউনিয়নে।
আহতরা সকলে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রুহিয়া থানা পুলিশ এবং রাজাগাঁও ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার। বিষয়টি নিশ্চিত করেন রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায়।